প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভুমি সহকারী কর্মকর্তার ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা গানের বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক জিও জারির তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ -সহকারী কর্মকর্তাদের নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদান এর দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে ভূমি কর্মকর্তা ও উপ-সহকারীরা।
সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতির নীলফামারী শাখার সভাপতি উত্তম কুমার সিং এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হামিদার রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ ছয় উপজেলার সকল ভুমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ সহকারী কর্মকর্তাগন।