ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

নেত্রকোনায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

দিলওয়ার খান,নেত্রকোনা | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৩:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮ টার দিকে জেলা শহরের কুরপাড়স্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলার শাখা অফিসে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এ মতবিনিময় করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।

মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার প্রচারও মিডিয়া সম্পাদক  জহিরুল ইসলাম।

বিএনপির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন দ্বন্দ্ব আছে কি না এমন প্রশ্নের জবাবে সভাপতি  সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সাথে জামায়াতের দীর্ঘদিন যাবত একটি সহাবস্থান রয়েছে।  বিএনপির সাথে আমাদের কোন ধরনের শত্রুতা নেই বা ছিলো না, ভবিষ্যতে ও হবে বলে মনে করি না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যেতে চায়। সকলের সহযোগিতা পেলে দলমত নির্বিশেষে আমরা সরকার গঠন করতে চাই।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান, এআরএফবি চেয়ারম্যান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি দিলওয়ার খান প্রমূখ।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ,  জেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হক মিলন সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বায়ান্ন/এসএ