ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নড়াইলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : শনিবার ১৪ জানুয়ারী ২০২৩ ০৩:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 

নড়াইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে শুক্রবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু, নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ তরিকুল ইসলাম শান্তু, বিদ্যুৎ বিহারী, রজিবুল ইসলাম, সাগর খান, রবিউল ইসলাম, বিজয় বিহারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ।

ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী (অনূর্ধ্ব-১৫) অংশগ্রহণ করে।  এছাড়া চারটি প্রতিষ্ঠানে একটি করে ফুটবল প্রদান করা হয়। #