ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০শে অগ্রহায়ণ ১৪৩১

পর্যটকদের মাধবপুর লেকে ঢুকতে দিচ্ছেন না চা শ্রমিকরা

স্বপন দেব, মৌলভীবাজার | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০৫:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের ভেতরে থাকা মাধবপুর লেকে পর্যটকদের ঢুকতে দিচ্ছেন না রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগান এনটিসির শ্রমিকরা। 

গতকাল বুধবার (২০ নভেম্বর) বিকেল থেকে পর্যটক ও স্থানীয় লোকজনকে ঢুকতে বাধা দিচ্ছেন তারা। চা বাগানে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছেন পর্যটকরা।

স্থানীয় সূত্র জানায়, বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা শ্রমিকরা। এনটিসির ফাঁড়ি বাগানসহ ১৬টি চা বাগানের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, তাদের প্রাপ্য মজুরি না পেলে কাজে যোগদান করবেন না। পাশাপাশি মাধবপুর লেকও বন্ধ থাকবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলাই ভ্যালি কমিটির সভাপতি ধনা বাউরি বলেন, ‘শ্রমিকদের আড়াই মাসের মজুরি বকেয়া আছে। আমাদের শ্রমিকদের ঘরে খাবার নেই। তারা অনেক কষ্ট করে চলছেন। এখন পেটে ক্ষুধা নিয়ে শ্রমিকরা কাজ করবেন কীভাবে? মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ না করলে তারা কাজে ফিরবেন না। আন্দোনের অংশ হিসেবে শ্রমিকরা মাধবপুর লেকে প্রবেশ বন্ধ করে দিয়েছেন।’

এ বিষয়ে এনটিসির মহাব্যবস্থাপক এমদাদুল হক বলেন, শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন না হওয়ায় কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে সমস্যা হচ্ছে। আশা করছি শিগগির পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ গঠন হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে