ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

পশ্চিমবীরগাঁও ইউ/পি চেয়ারম্যান খোকনের মাতার ইন্তেকাল-জানাযা সম্পন্ন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : সোমবার ৮ এপ্রিল ২০২৪ ০১:৪৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিমবীরগাঁও ইউ/পি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও বড়মোহা গ্রামের লন্ডন প্রবাসী ও সমাজসেবী রেজাউল কবির জায়গীরদার রাজার মাতা গুল নেহার বিবি(৮০) রোববার দুপুরে সিলেটের আল হারমাইন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে ৯ ছেলে, ৩ মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রোববার রাত সাড়ে ৯ টায় উপজেলার বড়মোহা নিজ গ্রামে  জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মান্নান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী সাদাত মান্নান অভি, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোজাহারুল হক, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি শাখায়াত হোসেন মোহন, সাবেক ছাত্র নেতা এমদাদুল হক স্বপন, উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মোশারফ হোসেন জাকির, রুকনুজ্জামান রুকন, মাওলানা জাহাঙ্গীর খান,  প্রবীন মুরুব্বী জমসিদ আলী, হাবীব উল্লাহ জায়গীরদার, সুনুর আলী জায়গীরদার,বাব্দুল মতিন, শান্তিগঞ্জ প্রসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ,মৃতের বড় ছেলে লন্ডন প্রবাসী ও সমাজসেবী রেজাউল কবির জায়গীরদার রাজা, রিপন আহমদ জায়গীরদার, জিতু ময়া জায়গীরদার, ইউপি সদস্য সাইদুল ইসলাম,আব্দুল হালিম, সমাজসেবী সোয়েব আহমদ জায়গীরদার, ফজলুল করিম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা এনামুল হক, সৈয়দ হোসেন জায়গীরদার রানা, মতিউর রহমান জায়গীরদার, শামীম খান, মঞ্জুরুল হক, বাবুল মিয়া, মোশাহিদ মিয়া সহ এলাকার দ্বীনদার মুসল্লিয়ানে কেরাম প্রমূখ।