ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এম এ মান্নান এমপির মতবিনিময়

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ০১:০৪:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  এম এ মান্নান এমপি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে। 
 
সকাল ১১টায় এম এ মান্নান এমপির শান্তিগঞ্জস্থ হিজল বাড়ির আরফান আলী বৈঠক খানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, সাধারণ সম্পাদক লালন মিয়া, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, বুদ্ধি মিয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার সহ শতাধিক নেতাকর্মীরা। 
 
সভায়, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সাদাত মান্নান অভিকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য  নেতাকর্মীরা এম এ মান্নান এমপিকে আশ্বস্থ করেন। তারা বলেন, আগামীদিনের রাজনীতির জন্য শান্তিগঞ্জ উপজেলায় এমন একজন শিক্ষিত মেধাবী মানুষ প্রয়োজন। আমাদের প্রয়োজনে সাদাত মান্নান অভি কে আমরা বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  মাঠে করবেন। আমরা সাদাত মান্নান অভিকে শুধু উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নয়, আগামী জাতীয় নির্বাচনে  এমপি হিসেবেও দেখতে চাই।