ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

পাবনায় গৃহবধুকে কুপিয়ে হত্যা অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পাবনা প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ ১২:৫২:০০ অপরাহ্ন | আইন-আদালত

পাবনার টেবুনিয়া ফলিয়া গ্রামে হামিদা খাতুন (৩২) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী তেজেম মোল্লা পালাতক আছে।


নিহতের ভাই হামিদুল ইসলাম জানান, সম্প্রতি তেজেম মোল্লা পরকীয়ায় জড়িয়ে পরেন। স্ত্রী হামিদা এর প্রতিবাদ করে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই জেরধরে মঙ্গলবার ভোররাতে হামিদা খাতুন কে কুপিয়ে হত্যা করে তার স্বামী। হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। হত্যার পর তেজেম আমার মোবাইল ফোনে কল করে বোন হামিদা খাতুনকে হত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।