ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
উপদেষ্টা পরিষদের বৈঠক

প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : বুধবার ২০ নভেম্বর ২০২৪ ১২:১৭:০০ অপরাহ্ন | জাতীয়
উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস: প্রেস উইং

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভা আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের সভা বসলো সচিবালয়ে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে চলমান এ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার জানান, আইনটি সংশোধন হলে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে যদি কোনো রাজনৈতিক দল  বা সংঠনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ট্রাইব্যুনাল সেই দল বা সংগঠনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে।

বায়ান্ন/এসবি