ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বগুড়ার ৯৩০ ভাগ্যবান ভূমিহীন পাচ্ছেন নতুন ঠিকানা

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ২৫ এপ্রিল ২০২২ ০৩:৩৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 ২০২০ সালে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। গত বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে এখন চলছে এ প্রকল্পের ৩য় পর্যায়ের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এবারের ৩য় পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে। যাতে ছিন্নমূলদের মুখে হাসি ফুটে।

আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সারাদেশের ন্যায় বগুড়া জেলায় এই উপহার তুলে দেয়া হবে সৌভাগ্যবান ৯৩০ জনকে। ওইদিন গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মাঝে এই উপহার তুলে দিবেন। 

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জানুয়ারি ২০২২ সালের হিসাব অনুযায়ি ৪ হাজার ২৪ জন ‘ক’-শ্রেণীর ভূমিহীন পরিবারের সংখ্যা ঠিক করা হয়। এরমধ্যে ১ম ও ২য় পর্যায়ে ২ হাজার ৩০৯টি ঘর বিতরণ করা হয়। ৩য় পর্যায়ে ১ হাজার ২৩৪টি ঘর নির্মাণ শেষে এখন হস্তান্তরের অপেক্ষায় আছে। খুব দ্রুত সময়ে এই ঘরগুলো ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে। খাস জায়গায় সরকারি অর্থে বাড়িগুলির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। কাজ শেষে করে গৃহহীন পরিবারের হাতে চাবি হস্তান্তর করা হবে। নতুন বাড়ি পাওয়ার সংবাদে পরিবারে বইছে আনন্দ। ঘরগুলো নির্মাণের পর পতিত এলাকাটি এখন মানুষের বসবাসের জন্য চকচকে করছে। জেলায় ৩য় পর্যায়ে আরও ৯৩০ ঘর হস্তান্তর আগামীকাল মঙ্গলবার করা হবে।  

বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, আগামী কাল মঙ্গলবার তৃতীয় পর্যায়ে জেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৯৩০ জন ভুমিহীন ও গৃহহীনদের ৯৩০টি ঘর হস্তান্তর করা হবে। এসব পাকা ঘরের কাজগুলো মজবুতভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে ভূমিহীনরা যেন খুশি হয় সে বিষয়ে প্রশাসনের সব কর্মকর্তারাও কাজ করেছেন। অবশিষ্ট ভূমিহীনদের তালিকা করে তাদের ঘরও তৈরি করে দেওয়া হবে। 

রবিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর হস্তান্তর উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, সার্বিক মাসুম আলী বেগ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মোর্শেদ, গণপুত নির্বাহী প্রকৌশলী এবিএম শাহরিয়ার, বগুড়া প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।