ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ার আদমদীঘিতে প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ০৬:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার আদমদীঘিতে দৈনিক করতোয়া প্রতিনিধির কার্যালয় ও আদমদীঘি প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা অফিস ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে কম্পিউটার পিসি. মনিটর, ডিজিটাল ক্যামেরাসহ প্রায় ৪০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে। গত রোববার ৯ জানুয়ারি দিবাগত গভীর রাতে নওগাঁ-বগুড়া মহাসড়কের পাশে আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদ মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে আদমদীঘি থানায় অভিযোগ করা হয়েছে।

আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান জানান, আদমদীঘি উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেটের একটি কক্ষ ভাড়া নিয়ে সংবাদপত্রের কাজ করে আসছিলেন। গত রোববার ওই কার্যালয়ে সকাল থেকে দিনভর পত্রিকায় সংবাদ সংক্রান্ত কাজ ও পত্রিকা অফিসে সংবাদ প্রেরনের পর সন্ধ্যা ৭টায় অফিস বন্ধ করা হয়। অফিস ঘরে কম্পিউটার পিসি. মনিটর, ডিজিটাল ক্যামেরাসহ বিভিন্ন সামগ্রী ও মূল্যবান কাগজপত্র ছিল। গভীর রাতে চোরেরা অফিস ঘরের তালা ভেঙ্গে সাটার তুলে ঘরের ভিতরে প্রবেশ করে ড্রয়ার ও কাগজপত্র তছনছ করে এবং ঘরে রাখা কম্পিউটার পিসি, মনিটর, ডিজিটাল ক্যামেরাসহ প্রায় ৪০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চোরদের ফেলে যাওয়া আলামত সংগ্রহ করেন।