ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:১৩:০০ অপরাহ্ন | জাতীয়

স্কুল থেকে মায়ের সাথে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় আতিক হাসান (১০) নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ গ্রামবাসী। নিহত আতিক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং স্থানীয় ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার দুপুরে স্কুল ছুটির পর আতিক তার মা রাসেদা বেগমের সাথে হেঁটে বাড়ির পথে রওনা দেয়। পথিমধ্যে দুপুর দেড়টার দিকে আমতলী ব্রিজের কাছে সারিয়াকান্দি হতে ফুলবাড়ি অভিমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তার মা ও এালাকাবাসী মারাত্মক আহত অবস্থায় আতিককে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আতিককে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে নিহত স্কুল ছাত্রের লাশ বাড়ি নেওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। তারা ওই দুর্ঘটনার প্রতিবাদে বগুড়া-সারিয়াকান্দি সড়ক অবরোধ করে। বিকেল সাড়ে ৩টা থেকে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল তারিক মোহাম্মদ বলেন, বগুড়া- সারিয়াকান্দি সড়কে কিছু চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে যাতায়াত করে। একারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। শনিবার বিকেলে সড়ক অবরোধের খবর পেয়ে থানা পুলিশ সেখানে পৌঁছে। তারা  দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে বলেও জানান  চেয়ারম্যান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় নেয়া হবে।