বগুড়ায় বিএনপি জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় বগুড়া- রংপুর ও বগুড়া-ঢাকা মহাসড়কে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। অবরোধকারীরা ট্রাকে অগ্নিসংযোগ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এসময় বিএনপি জামায়াত পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারসেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অবরোধকারীরা মহাড়কে টায়ার জ¦ালায়। রাতে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়। অবরোধ কর্মসুচী সত্বেও বুধবার মহাসড়কে যানবাহন চলাচল ছিলো অনেক। শহরে যানবাহন চলাচল ও জনজীবন ছিলো স্বাভাবিক। অবরোধ কর্মসুচীর প্রভাব ছিলো না। সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয় বলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন।
সকালে বগুড়া রংপুর মহাসড়কে বগুড়া সদরের নওদাপাড়া ও মাটিডালি এলাকায় অবোরধকারীরা যানবাহন ভাংচুর করে। নওদাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া হয়। তারা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করে। এছাড়া প্রথম বাইপাস সড়কের চারমাথায় গাড়ি ভাংচুর ও তিন মাথা এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া হয়। এর মধ্যে তিনমাথায় পুলিশের সঙ্গে জামায়াত- বিএনপি’র দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশ অবরোধকারীদের টিয়ার সেল ও শর্টগানের গুলি ছুঁড়ে ছত্র ভঙ্গ করে দেয়। এখানে পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা বেশ কিছু ককটেল বিস্ফোরণ করে। দুপুরের টিএমএসএস এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এদিকে বগুড়া রংপুর মহাসড়কের মাটিডালি মোড় এবং বগুড়া ঢাকা মহাসড়কের শাজাহানপুরের বনানী এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বেলা ১১ টা থেকে অবস্থান নিয়ে সমাবেশ করে।
আমজাদ হোসেন মিন্টু, বগুড়া/০১-১১-২০২৩/ মোবাইল-০১৭১১১৪১৬৮২/