ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

বগুড়ায় তৃতীয় দফা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন মহাসড়ক অবরোধ, ৩/৪টি সিএনজি অটোরিক্সা ভাংচুর, বিক্ষোভ মিছিল

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ নভেম্বর ২০২৩ ০৪:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন বগুড়ায় মহাসড়কের বনানী এলাকায় ৩/৪টি সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করা হয়েছে। অবরোধের সমর্থনে বিএনপি ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থায় সড়ক, মহাসড়ক, আঞ্চলিক সড়কগুলোতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সাসহ সব ধরণের যানবাহন চলাচল করছে।  

 

এ ছাড়া অবরোধের বিপক্ষে বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে মহাসড়কের বনানী ও মাটিডালী মোড় এলাকায় শান্তি মিছিল করেছে।