দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ঘন্টা অবরোধ কর্মসূচি পালনে বগুড়ার মানুষ সাড়া দেয়নি। বগুড়া শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সড়ক মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল করছে। ভোরে তিনমাথা রেলগেট তেলিপুকুর এলাকায় শিশুখাদ্য পরিবহন আড়ং এর একটি দুধের গাড়ী ভাংচুরের করে পিকেটাররা। এসময় বিএনপি জামায়াত কর্মীরা রাস্তায় মিছিল বের করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বগুড়া শহরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কোন তৎপরতা না থাকলেও ঢাকা-বগুড়া, বগুড়া-রংপুর মহাসড়কের তিনমাথা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে এবং জামায়াত বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়ায় বিক্ষোভ মিছিল করে গাড়ী চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু বিএনপি-জামায়াতের বাঁধাকে উপেক্ষা করে যানবাহন চলাচল করছে। বগুড়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শহরের গুরুত্বপূর্ণস্থান ও সড়ক মহাসড়কে পুলিশ, র্যাব, বিজিবি টহল দিতে দেখা গেছে। তবে বগুড়ায় কোন অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।