বগুড়া সদরের মানিক চক এলাকায় প্রকাশ্যে দিনের বেলায় প্রতিপক্ষের হামলায় খুন হওয়া শাকিব বাবু রোহান চৌধুরী হত্যা মামলার প্রধান আসামী পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুসহ অন্য অভিযুক্তদের গ্রেফাতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় রোহানের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা প্রভাবশালী তাদের পক্ষে নানা ভাবে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের হুমকি দেয়া এবং মামলা তুলে নেয়ার চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। শনিবার বগুড়া প্রেসক্লাবে এবিষয়ে সংবাদ সন্মেলন করে পরিবারের সদস্যরা।
একটি মারপিট ঘটনার জের ধরে ১১ অক্টোবর দিনের বেলায় প্রতিপক্ষ রোহান চৌধুরীকে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। পরিবারের বক্তব্য রোহানের বিরুদ্ধে ইতোপুর্বে প্রতিপক্ষের দায়ের করা প্রতিপক্ষের মারপিট মামলায় সে আদালতে যাচ্ছিল, পথে হামলার শিকার হয়। রোহান হত্যা মামলার প্রধান আসামীর বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী মামলা থাকলেও সে গ্রেফতার হচ্ছে না। তার পক্ষে একটি মহল নানা ভাবে প্রভাব বিস্তার করে মিথ্যাচার করে উল্টো রোহানের পরিবারের প্রতি মামলা তুলে নিতে হুমকিসহ নানা ভাবে চাপ সৃস্টি করছে। পরিবারের পক্ষ থেকে এধরনের অভিযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে আইন শৃংখলাবাহিনী ও প্রশাসনের প্রতি আবেদন জানান হয়। সংবাদ সন্মেলনে নিহত যুবকের বাবা মা ও বোনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।