কক্সবাজার সমুদ্র সৈকতে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন পর্যটক ও স্থানীয়রা। ইতোমধ্যে দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে পুরো সমুদ্র সৈকত।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।
পর্যটকরা জানান, শনিবার বিকেল নামতেই প্রতিটি সমুদ্র সৈকতে আসতে শুরু করেন পর্যটকরা। এ সময় সৈকতে নামতে শুরু করেন স্থানীয়রাও। সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এবার কোনো অনুষ্ঠান না থাকায় পর্যটক তেমন দেখা যায়নি।
ঢাকা থেকে ঘুরতে আসা শরিফুল ইসলাম জানান, এই বছরটি ভালো-খারাপ নিয়েই চলে গেছে। আশাকরি নতুন বছরে সবকিছু ভালোই হবে। বছরের প্রথম দিনটি পরিবারের জন্য রাখা থাকা, এ কারণে কক্সবাজারে ঘুরতে এসেছি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, ‘নিষেধাজ্ঞার আওতায় থার্টি ফার্স্ট নাইটের অংশ হিসেবে সমুদ্র সৈকত বা কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, আতশবাজি, গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে ইনডোর বা হোটেলেও অনুষ্ঠান সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইনডোরে কোনো আয়োজন করলে জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে’।