ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

উত্তরা এক্সপ্রেস চালুর দাবিতে জিএমকে স্মারকলিপি প্রদান

আবু সালে মোঃ ফাত্তাহ | প্রকাশের সময় : সোমবার ১৮ নভেম্বর ২০২৪ ০৩:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বন্ধ উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেলের জিএম বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

গতকাল রোববারে সংগঠনটির নেতৃবৃন্দ পশ্চিমাঞ্চল রেল ভবনে অবস্থিত জিএম মামুনুল ইসলামকে স্মারকলিপি করেন।

স্মারকলিপিতে বলা হয়, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী হতে পার্বতীপুর রুটে চলাচল করত। যার ফলে উক্ত রুটে ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, অসুস্থ্য ব্যক্তি, চাকুরীজীবী এবং সর্ব সাধারণ চলাচলের সুবিধা পেয়ে আসছিল। কিন্তু ট্রেনটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্ত সুবিধাভোগকারী যাত্রীরা উক্ত ট্রেন হতে প্রাপ্ত সরকারের প্রচলিত নাগরিক সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন এবং যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়ছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, বাংলাবান্ধা আন্তঃনগর ট্রেনটিতে পূর্বে এসি কোচ সংযোজিত ছিল। উক্ত রুটে আমদানী-রপ্তানী কারক, ব্যবসায়ী মহল, মুমুর্ষরুগী ও সর্বসাধারণ যাত্রীগণ নির্বিঘ্নে চলাচলে সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু বাংলা বান্ধা আন্তঃনগর ট্রেনটিতে এসি কোচ বিচ্ছিন্ন করায় উক্ত সুবিধাভোগীগণ যাতায়াতের ক্ষেত্রে নির্বিঘ্নে চলাচল হতে বঞ্চিত হচ্ছেন।

এমন অবস্থায় রাজশাহী, নাটোর, সান্তাহার, পার্বতীপুরসহ এই রুটের অনেক স্টেশনের যাত্রীসাধারণ উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু করা সহ বাংলাবান্ধা আন্তঃনগর ট্রেনে এসি কোচ পুণঃস্থাপনের দাবি করে আসছেন। তাই রাজশাহীবাসীর স্বার্থে উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু করা ও বাংলাবান্ধা আন্তঃনগর ট্রেনে এসি কোচ পুণঃস্থাপনের জন্য দাবি উপস্থাপন করা হচ্ছে।