ঢাকা, শনিবার ১ এপ্রিল ২০২৩, ১৭ই চৈত্র ১৪২৯

বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১৭ মার্চ ২০২৩ ০৫:০৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সিলেটের বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয় এর বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে আসন্ন এস.এস.সি পরীক্ষার্থী ও সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি বোয়ালজুর শাহ মকসুদ ও শাহ মনির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল আলম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক জাগির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একরামুল হক, জাকির হোসেন, নুরুল আমীন, তিলকচানপুর আলীম মদ্র্রাসার সহকারি শিক্ষক আ.ফ.ম ক্বারী মঈন উদ্দিন,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পদক এম এ মতিন, সদস্য আইনুর আহমদ রুমন,বালাগঞ্জ তাহফিজুল ক্বোরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফিজ তৌরিস আলী, একাডেমির প্রধান ক্বারী হাফিজ জুনেদ আহমদ, সহকারী শিক্ষক হাফিজ নাজমুল ইসলাম সিহাব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রাব্বি। মোনাজাত করেছেন বোয়ালজুর শাহ মকসুদ ও শাহ মনির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী।