আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির শীর্ষ নেতারা। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনা করতে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার মনোভাব প্রকাশ করবেন। একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী বিষয়গুলো নিয়ে তাদের উদ্বেগ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, আজকের বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ উপস্থাপন করা হবে। কেননা, জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ চূড়ান্ত করার দায়িত্ব প্রধান উপদেষ্টার।
গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়। এরপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয় এবং আজকের বৈঠকের সময় নির্ধারিত হয়।
এর আগে, গতকাল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বিএনপি ভোটের সময় নিয়ে কোনো প্রস্তাব দেয়নি। তবে আজকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
বৈঠকে বিএনপির কোন কোন নেতা উপস্থিত থাকবেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দলের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতারা এ বৈঠকে অংশ নেবেন।
বিএনপি ও অন্তর্বর্তী সরকারের সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
বায়ান্ন/পিএইচ