সিলেটের বিশ্বনাথে নাজমুল ইসলাম নামে এক শিক্ষকের ভাড়া বাসায় ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোরে পৌর শহরের নতুন বাজারের পশ্চিম জানাইয়া রহমান ভিলায় এই ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি ডাকাতি নয়, চুরির চেষ্টা হয়েছে।
নাজমুল রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বলেন, লাল মুখোশ পরা ৭-৮ জনের ডাকাত দল বাসার প্রধান ও কলাপসিবল গেটের পৃথক দুটি বড় বড় তালা ভেঙে বারান্দায় প্রবেশ করে। ৩ জন বাসার ভেতরে এবং ৪-৫ জন বাইরে অবস্থান নেয়। তালা ভাঙার শব্দে তিনিসহ বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়।
এ সময় জানালার গ্লাস সরিয়ে তারা দেখতে পান, ডাকাত দল বাসার বারান্দায় প্রবেশ করে দরজা ভাঙার চেষ্টা করছে। তখনই তিনি পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
এ খবর পেয়ে থানার ওসিসহ এক দল পুলিশ সাইরেন বাজিয়ে বাসায় পৌঁছার আগেই ডাকাত দল লাল রঙের মুখোশ ও সিগারেটের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুখোশ ও সিগারেটের প্যাকেট উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি আতাউর রহমান বলেন, ‘ডাকাতির চেষ্টা নয়, এটি চুরির ঘটনা হবে। কারণ, বাসার বারান্দায় দামি ব্র্যান্ডের কয়েকটি মোটরসাইকেল রাখা হয়। সেগুলো চুরির চেষ্টা করছিল চোরেরা। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’