ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা

মনির হোসেন, বেনাপোল (যশোর) : | প্রকাশের সময় : রবিবার ৪ অগাস্ট ২০২৪ ০৩:৫৫:০০ অপরাহ্ন | খুলনা

বেনাপোল প্রথম শ্রেণী  পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে ১১ টার সময়ে নিজ দপ্তরে ১৪০কোটি ১৬ লাখ ৭৮ হাজার ’ ১১১শ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন। 

 

বেনাপোল পৌরসভার ঘোষণা কালে প্রধান অতিথি জনাব মোঃ শেখ আফিল উদ্দিন এম পি, বিশেষ অতিথি জনাব মোছাঃমির্জা রাফেজা সুলতানা,ডেপুটি কমিশনার কাষ্টম হাউজ বেনাপোল।  বিশেষ আতিথি  মোঃ রফিকুল হাসান, উপ পরিচালক স্হানীয় সরকার যশোর,মোঃ সোহরাব হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান,নয়ন কুমার রাজবংশী উপজেলা নির্বাহী অফিসার শার্শা,মোঃ নিশাত আল নাহিয়ান সিনিযার এ  এস পি নাভারণ (সার্কেল),মোঃ রেজাউল করিম,পরিচালক(ট্রাফিক)বেনাপোল স্হল বন্দর,

জনাব নুসরাত ইয়াসমিন, সিও বেনাপোল পৌরসভা শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান, পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত,

 

আরও উপস্থিত ছিলেন৷ ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ সালমা আলম, বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস,পৌরসভার নির্বাহি প্রকৌশলী মোশারেফ হোসেন, 

সাংবাদিক ঐক্য পরিষদ ও সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বিশিষ্ট সাংবাদিক,  শিক্ষক, এনএসআই, , বেনাপোল সিএন্ড এফ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ,স্টাফএ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বেনাপোল বাজার কমিটি, ট্রান্সপোট মালিক মমিতি,এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ,বিশিষ্ট সমাজসেবা,পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং  বিজিবি সদস্য, উপস্থিত ছিলেন।

 

পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ,  কাউন্সিলর ১-সুলতান আহমেদ বাবু, ২-মোঃশরিফুল ইসলাম , ৩ - মোঃমিজানুর রহমান,৪ - মোঃশাহিনুর ইসলাম,৫ - আলাহাজ্জ্ব আজিম উদ্দিন  গাজী, ৬ -আলহাজ্ব  আসাদুরজামান আসাদ ৭-আলহাজ্ব  মজনুর রহমান  নুপুর, ৮ -মোঃ হাসানুজ্জামান তাজিম, ৯ -মোঃ,কামাল হোসেন,   মহিলা কাউন্সিলর  ১,২,৩ মোছাঃ জুলেখা খাতুন, , ৪,   ৫, ৬ মোছাঃ মীম আক্তার,৭,৮,৯মোছাঃ কামরুন নাহার আন্না, 

 

বেনাপোল  পৌরসভার বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ৪৮ লাখ ৬৭ হাজার ৭৫৫শ’ ৯৮ পয়সা। উন্নয়নে এবং প্রকল্প খাতে১৩০  কোটি ৬৭ লাখ ১০হাজার ৩৫৫টাকা০২পয়সা। আয় দেখানো হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে সংশোধিত বাজেট বিবরণী হিসেবে ২১কোটি ৩২ লাখ ৩৬ হাজার৭১৭শত৬১পয়সা উল্লেখ করা হয়েছে।

 

বাজেট অধিবেশনে পৌর মেয়র  আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বলেন আমি নতুন এসেছি তার আমলে বিগত প্রায় এক বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। বেনাপোল  পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে আরও পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। ফলে একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, মসজিদ, মন্দির, ঈদগাহসহ ধর্মীয় প্রতিষ্ঠান, পাঠাগার, ক্লাব ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে।

 

বেনাপোল পৌরসভার বাজেট আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেনাপোল পৌরসভার মোঃ হাফিজুর রহমান স্বান্হ্য উপ সহকারী