ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় চোখ ওঠার প্রাদুর্ভাব : হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৬:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর
কনজাংটিভাইটিস বা চোখ ওঠার প্রাদুর্ভাব দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ ও শিশুরা চোখ ওঠার সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসছেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। 
 
 
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আড়াইশ' শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগীদের দীর্ঘ সারি। হাসপাতাল কৃর্তপক্ষ জানিয়েছেন, চোখ ওঠার সমস্যা নিয়ে প্রতিদিন গড়ে ২০/২৫ জন রোগী চিকিৎসা নিতে আসছেন। ডাক্তাররা সকাল থেকেই রোগী দেখছেন। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, হঠাৎ করেই চোখ লালচে রঙ ধারণ করে এবং প্রচণ্ড ব্যাথা অনুভূত হয়। 
 
 
আড়াইশ' শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চক্ষু বিশেজ্ঞ ডা. আমির উল্লাহ্ বলেন, 'কনজাংটিভাইটিস বা চোখ ওঠা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সংক্রামক দূর করতে আক্রান্ত রোগী সবসময়ই কালো চশমা পড়ার পাশাপাশি খোলা হাতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও রোগীর ব্যবহার্য জিনস অন্য কেউ ব্যবহার করবে না। সেই সাথে যেসব খাবারে এলার্জি আছে তা পরিহার করতে হবে।'