ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাতিক্রমধর্মী ছাগলের মেলা অনুষ্ঠিত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : শুক্রবার ২৪ জুন ২০২২ ০৪:০৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে খামারীদের উদ্বুদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো ব্যাতিক্রমধর্মী ছাগলের মেলা। বৃহষ্পতিবার (২৩ জুন) সকালে সদর উপজেলার প্রাণীজ সম্পদ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত মেলায় সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে খামারীরা অংশগ্রহণ করেন। 
 
 
 
মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার কাজী নজরুল ইসলাম। সদর উপজেলার প্রাণীজ সম্পদ কর্মকর্তা মো. শাহজালালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমূখ। এ সময় বক্তারা বলেন পৃথিবীতে তিন হাজার প্রজাতির ছাগল রয়েছে। এর মধ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খুবই দ্রুত বর্ধনশীল। বছরে ৬ মাস পরপর এরা বাচ্চা দেয়। প্রত্যেকবারই ২-৩ টি করে বাচ্চা দেয় যা অন্যান্য প্রজাতি তা দিতে পারে না। ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। এই জাতের  ছাগল প্রতিপালনের খরচও অনেক কম। মেলায় সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জন খামারী অংশগ্রহণ করেন । পরে  সেরা দুইজন খামারীকে পুরষ্কৃত করা হয়।