ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

মনিরামপুরে অতিরিক্ত দামে আলু বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

হেলাল উদ্দিন, মনিরামপুর : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ ০৯:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের মনিরামপুরে সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি দামে আলু বিক্রির দায়ে তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মনিরামপুর কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান- সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে আলু বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভাই ভাই ভান্ডারের মালিক মিজানুর রহমান, মেসার্স সরদার ভান্ডারের মালিক হানিফ আলী, মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারের ব্যবস্থাপক তহিদুল ইসলামকে ১০,০০০ টাকা করে সর্বমোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।