যশোরের মনিরামপুর উপজেলার জয়পুরে গতকাল সোমবার সকালে একটি ক্রয়কিতো জমির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর খাপাড়া গ্রামের কৃষক নজরুল শেখের বাগানে এই ঘটনা ঘটে।পূর্ব শত্রুতার জের ধরে এই কান্ড ঘটিয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী কৃষক নজরুল শেখ । এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত নজরুল শেখ জানান, প্রায় ১ বিঘা জায়গা জুড়ে আম গাছ, রেনটি গাছ, মেহগনি,বেলগাছসহ ফলের গাছ রোপণ করেছিলেন তিনি।তার প্রতিবেশী মৃত ইসমাইল শেখের ছেলে বজলুর রহমান ও তার ভাই ফজলুর রহমান সাথে জমি নিয়ে তার বিরোধ দেখা দেয়। তিনি অভিযোগ করে বলেন, তার প্রতিবেশী বজলুর রহমান ও ফজলুর রহমান বিভিন্ন ভাবে তার জমি দখলের জন্য চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় তাকে জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিতেন। জমি ছেড়ে না দেওয়ায় সোমবার সকালে ১০ টার দিকে বজলুর রহমান ও তার ভাই ফজলুর রহমান এবং তার সহযোগী মিজানুর রহমান, নিছাকসহ আরো অনেকে তার বাগানের গাছ কেটে ফেলেছেন।
এ ব্যাপারে মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নজরুল শেখ।