ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মহাসড়কে রৌপ্যের ছড়াছড়ি

রাজশাহী ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ০৬:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর
রাজশাহী-ঢাকা মহাসড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রৌপ্যর বল। স্থানীয়রা সেই বদ কুড়াতে হুমড়ি খেয়ে পড়েন। সড়কের উপর জনমানুষের ভীড়ে দুরপাল্লার গাড়ী গুলো দীর্ঘ যানজোটে পড়েন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরের কালিতলা ঘোষপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদশী রফিকুল ইসলাম বলেন, বিকেলের দিকে রাজশাহী থেকে নাটোরের দিকে একটি মোটরসাইকেলে দুইজন ব্যাক্তি যাচ্ছিলেন। হটাৎ তাদের গাড়ি থেকে একটি ব্যাগ সড়কের উপর পড়ে ছিড়ে যায়। সে সময় ওই দুইজন বাইক আরোহী পড়ে থাকা রৌপ্যর ওই ছোট ছোট বল গুলো তৎক্ষনিক কিছু কুড়িয়ে নিয়ে চলে যায়। আর সড়কের দুইধারে অসংখ্য রৌপ্যর ওই বল ছিটিয়ে পড়ে থাকে। বিষয়টি এলাকার লোকজন টেরপেয়ে তা কুড়াতে ভীড় করছিল।
 
জাহিদ হোসেন নামের অপর একজন প্রত্যক্ষদশী বলেন, প্রায় শতাধিক নারী- পুরুষ রৌপ্যর ওই বল কুড়িয়েছে। অনেকেই প্রায় দেড় থেকে দুই ভরির উপর কুড়িয়েছেন। আবার কেউ ওই স্থানের বালিমাটি ও কুচিপাথরসহ ঝাড়ু দিয়ে নিয়ে গেছেন।
 
পুঠিয়া সদর এলাকার স্বর্ণ ব্যবসায়ি সঞ্জিত কুমার দাস বলেন, রৌপ্যর ওই খৈই গুলো দেখে মনে হচ্ছে তা স্বর্ণকারের হতে পারে। হয়তো যাতায়াতের সময় সড়কে পড়ে যেতে পাড়ে।
 
এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, সড়কের উপর রৌপ্য পড়ে থাকার বিষয়টি আমাদের জানা নেই। তবে এবিষয়ে জানতে খোঁজ নেয়া হচ্ছে।