ঝিনাইদহ মহেশপুরে শ্যামকুড় পশ্চিম পাড়ার মাঠ থেকে বিরল প্রজাতির রাসেল ভাইপার বিষধর এক সাপ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানাযায় , বুধবার শ্যামকুড় নয়া পাড়া মাঠে ছিমের ক্ষেতে স্থানীয় কয়েকজন কৃষক কাজে গেলে সাপটি দেখতে পায়। এ সময় তারা আরো কয়েকজন যুবক একত্রিত হয়ে কৌশলে সাপটি বস্তা বন্দি করে। বিষয়টি স্থানীয় লোক জন ৯৯৯ সেবা নম্বারে ফোন করে সেখান থেকে যশোর বন বিভাগে জানালে মহেশপুর বন বিভাগে জানালে শ্যামকুড় ইউনিয়নের প্রকৃতিপ্রেমী নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম ও উজ্জ্বল মিয়াকে সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে বন্য প্রাণী অপরাধ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যশোর শারশা এর প্রতিনিধি ইলিয়ান হোসেন ও জাহিদ হোসেনের কাছে আনুষ্ঠানিক ভাবে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী এবং মহেশপুর বন বিভাগের স্থানীয় ফরেস্টার এর কাছ থেকে সাপটি গ্রহন করে। বন বিভাগ সূত্রে জানা গেছে, এ বিরল প্রজাতির সাপ সহজে দেখা যায় না। এর বিষধরের দিক থেকে বিশ্বে ৫ নম্বর এবং আক্রমনে ১ নম্বর। মহেশপুরে প্রকৃতিপ্রেমী নাজমুল জানান, এ সাপটি ঝিনাইদহ মহেশপুরের সীমান্তবর্তী এলাকায় সাপটি দেখা যাচ্ছে। গত বছর একটি উদ্ধার করা হয়। ভংয়কর বিষাধর সাপ আটক হওয়ায় ঐ অঞ্চলে সাপ আতংক বিরাজ করছে।