ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

মাদারীপুরে ডিপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

মোঃ রোমান বেপারী, মাদারীপুর : | প্রকাশের সময় : রবিবার ১২ নভেম্বর ২০২৩ ০২:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

মাদারীপুরে ডিপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ দীন ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

 

শনিবার (১১ নভেম্বর) রাতে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত দীন ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাচিকাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মাদারীপুর সরকারি কলেজের ডিপ টিউবওয়েল বসাতে যায় দীন ইসলামসহ বেশ কয়েকজন শ্রমিক। সেখানে ডিপ টিউবওয়েল গভীর থেকে পানি নিষ্কাশনের জন্য বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানির পাম্প বসানো হয়েছিল। পাম্পের লাইন ঠিক করছিলেন দীন ইসলাম। এ সময় মোটরের সুইচ দেন রাকিব মিস্ত্রি। এতে বিদ্যুৎস্পষ্টে অসুস্থ হয়ে পড়েন তিনি। পড়ে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে থেকেই তার সহকর্মীরা পলাতক রয়েছে।

 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এইচএম সালাউদ্দিন আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর  হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।