ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

মাধবপুরে সংঘর্ষে নারীসহ আহত ৬

মাধবপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২২ জানুয়ারী ২০২২ ০৭:৫৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৬জন আহত হয়েছে। শনিবার সকালের উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, হালেমা খতুন (৬০), ইয়াসমিন (২৫), শালিকা (৩০), মো. মোশারফ (৩০), সোহেল (৩৫), মোবারক (২৫)।

এ বিষয়ে মাধবপুর থানার এসআই আব্দুল ওয়াহেদ গাজী জানান, এই ঘটনা আমরা জেনেছি এক ঘর থেকে অন্য ঘরে মোরগ যাওয়া আসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে।