ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাধবপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৯ জানুয়ারী ২০২২ ০৪:৩৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। চালকের সহযোগী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল অনুমান ৬টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী মাটিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৪৩৪৫) একটি রডভর্তি ট্রাককে (ঢাকা মেট্রো ট-১৮-৭৫৭০) পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাটিভর্তি ট্রাকের সম্মুখভাগে দুমড়েমুচড়ে যায়।

খরব পেয়ে মাধবপুর ফায়ার স্টেশন অফিসার মনতোষ মল্লিকের নেতৃত্বে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে ট্রাকচালক রবিউল আহমদকে (৪০) মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি টাঙ্গাইল সাগরদিঘী এলাকার মুসলেম আহমদের ছেলে। এদিকে,একই এলাকার ফারুক আলমের ছেলে মাহবুব আলমকে (২৫) আহতাবস্থায় উদ্ধার করা হয়।

অপর ট্রাকের চলক ও হেলপার আহতাবস্থায় পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনায় কবলিত দুটি ট্রাক জব্দ করেছে।