বিস্ফোরক ও নাশকতার মামলায় বিএনপির ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত রবিবার (২৯ অক্টোবর) থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের আব্দুর রশিদের ছেলে উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি মেম্বার ইমরুল কবির (৩৮), মির্জাগঞ্জ গ্রামের শামসুল হকের ছেলে মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি রাশেদ মিজান (৫৪), দেউলী গ্রামের মৃত কাসেম আলী খানের ছেলে দেউলী সুবিদখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রহিম খান (৪৮)।
এছাড়াও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হোসেন মোল্লাকে রোববার দুপুরে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্যরা গ্রেফতার শঙ্কায় আছেন।
মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ২০২২ সালের ০৮ ডিসেম্বরের দায়ের করা বিস্ফোরক ও নাশকতার মামলায় বিএনপির তিন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।