‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রখে কুমিল্লা মুরাদনগর উপজেলায় ৪৬তম উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, উপজেলা সহকারি পল্লীউন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ