ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

মুরাদনগরে ৭২টি এতিমখানা ও মাদারাসায় এমপি ইউসুফ হারুনের ইফতারসামগ্রী বিতরণ

মমিনুল ইসলাম মোল্লা,মুরাদনগর : | প্রকাশের সময় : শনিবার ৮ এপ্রিল ২০২৩ ০২:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭২টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি’র নিজস্ব তহবিল থেকে আনুষ্ঠানিক ভাবে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল ও খেজুর ইত্যাদি। শনিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের সভাপতি আবু মুছা আল কবির চেয়ারম্যান, ধরানীপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মমিন, রহিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আমির হোসেন, করিমপুর মদরাসার নায়েবে মুহতামিম মুফতী মানসুর কবির। 
দিলালপুর মাদরাসার মুহতামিম হাফেজ ওবায়েদ উল্লাহ’র উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের সভাপতি খন্দকার কামাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন ও সাংবাদিক হাফেজ নজরুল মাহমুদ প্রমুখ। # #