‘চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’ এই শ্লোগানে সাংস্কৃতিক সমাবেশ করেছে মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট।
কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সম্মুখে সমাবেশে সভাপতিত্ব করেন নাট্যকার ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আব্দুল মতিন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট কাঞ্চন দাশ গুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অজয় সেন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি ও মেলোডি শিল্পী গোষ্ঠীর পরিচালক তমাল ফেরদৌস, মনু থিয়েটারের দলনেতা আসম সালেহ সোহেল, বাউল জালাল নূরী, শৈলীর সাধারণ সম্পাদক সুনীল শৈশব বিদিত, নাট্যকর্মী কয়ছর আহমদসহ বিভিন্ন সংগঠনের প্রধানগন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও বাহাত্তরের সংবিধানের চার মূল নীতির পূর্ন বাস্তবায়ন এবং সকল অপশক্তি প্রতিরোধ করতে হবে।
বক্তারা আরও বলেন, যারা প্রগতিশীলতার আড়ালে মৌলবাদ লালন করে তাঁদের চিহ্নিত করতে হবে। আর এটা সম্ভব হবে বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের মাধ্যমেই। তাই এই সমাবেশ থেকে আমাদের দাবি মানার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।