গণতন্ত্র ও আইনের শাসন পূন: প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ০১ জানুয়ারি থেকে ০৭ জানুয়ারি ২০২৩ ইং পর্যন্ত সকল আদালত বর্জনের লক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা আদালত বর্জন।
সোমবার ০১ জানুয়ারী ২০২৩ইং, ফোরামের সভাপতি এড. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এড. বকসী জুবায়ের আহমদ এর নেতৃত্বে জেলা জর্জ কোট সম্মুখে অবস্থান নেয় মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
জেলা জর্জ কোট সম্মুখে উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট গোবিন্দ মোহন, যুগ্ন সম্পাদক এডভোকেট মোঃ নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী, সহ দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ বিল্লাল হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ সালেহ আহমেদ রিপন, সদস্য এডভোকেট টিটু, সিনিয়র এডভোকেট মোঃ মানিক আহমদ, এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, এডভোকেট মোঃ দানিয়াল আহমেদ, এডভোকেট মোঃ জালাল আহমেদ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।