ঢাকা, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

মৌলভীবাজার জেলা বিএনপি ও পৌর বিএনপি'র পৃথক বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা : | প্রকাশের সময় : রবিবার ৩১ ডিসেম্বর ২০২৩ ০৪:৫০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

ডামি নির্বাচন বর্জন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের এর  দাবীতে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে মৌলভীবাজার জেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদল সমন্বয়ে। শমসেরনগর সড়কের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।

শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ইং, লিফলেট বিতরণ, ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর বিএনপি'র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আহমদ আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক এম এ নিশাত, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোনায়েম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান বেলাল, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ রিপন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম শাহেদ, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নানু মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ জাকির হোসেন শাফিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আব্দুস শহীদ, শেখ আবেদ মিয়া, মোঃ জামাল আহমদ, মোঃ লোকমান মিয়া, মোঃ টিটু মিয়া, মোঃ জলিল মিয়া, মোঃ লতিফ মিয়া, মোঃ ইলিয়াস কবির শাহীন, মোঃ সাব্বির আহমদ, শেখ মহসিন মিয়া, মোঃ আরশ মিয়া-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ দিকে শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ইং, মৌলভীবাজার জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশনায় মৌলভীবাজার পৌর-বিএনপি'র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে জেলা প্রাণ কেন্দ্র কুসুমবাগ এলাকা, শহরের পুরাতন হাসপাতাল সড়ক ও পশ্চিম বাজার এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটির নেতাকর্মী ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।

এ লিফলেট বিতরণ করে সাধারণ জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক কাউন্সিল মোঃ আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপি'র সিনিয়র নেতা মোঃ রুনু আহমদ, পৌর বিএনপি'র ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিনুর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি মোঃ জমসেদ আলী, ২ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ শামিম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি'র মোঃ তালেব, ৮নং ওয়ার্ড বিএনপির'র মোঃ রাব্বি রহমান, মোঃ তারেক আহমদ-সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ইং, ডামি নির্বাচন বর্জন ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার পদত্যাগ এর দাবীতে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা সংগ্রাম দলের সাধারণ সম্পাদক এম. মবশ্বির আলীর নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলা'র বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন এ সময় উপস্থিত ছিলেন, জেলা সংগ্রাম দলের মোঃ রাসেল মিয়া, মোঃ হেলাল চৌধুরী, মোঃ রেজাউল আউব, মোঃ শামীম মিয়া, মোঃ কায়ছার আলম-সহ প্রমুখ।