ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ০৬:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন   রাজশাহী জেলা ও  মহানগর আওয়ামীলীগ। এছাড়া রেলওয়ে পশ্চিম রাজশাহীর পক্ষথেকেও  শ্রদ্ধা জানান।

 

**মহানগর আওয়ামী লীগ

সোমবার সকালে মহানগরীর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের সহযোগী, অঙ্গ সংগঠনের নেতারা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর  আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয় । এসময় ‍উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কামাল ,সাধারন সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সহ সভাপতি মীর ইকবাল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা । এছাড়াও সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

**রাজশাহী জেলা আওয়ামীলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী জেলা আওয়ামীলীগ।

সোমবার বেলা ১১ টার দিকে নগরীর রাজশাহী কলেজ প্রঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা।

 

এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে রাজশাহী জেলা দোয়া মোনাজাত পরিচালনা এবং সার্বিক সঞ্চালনা ও পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আমানুল হাসান দুদু, আমজাদ হোসেন নবাব, এ্যাড ইব্রাহিম হোসেন, সাইফুল ইসলাম দুলাল, জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান, এ্যাড. আব্দুস সামাদ, আলফোর রহমান, মাহবুব উল আলম মুক্তি, অধ্যক্ষ মোজাম্মেল হক, এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সদস্য  ডা. আনিকা ফারিহা জামান অর্ণাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

**রেলওয়ে পশ্চিম রাজশাহী

রেলওয়ের পশ্চিমাঞ্চল সদর দপ্তর রাজশাহীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।

 

এ সময় মহাব্যবস্থাপক (পশ্চিম)  অসীম কুমার তালুকদার কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় তিনি বাংলাদেশের অগ্রযাত্রার নিয়ে আলোকপাত করেন এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব এর সাথে দায়িত্ব পালন করার অনুরোধ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে পশ্চিমঞ্চলের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শ্রমিক লীগ নেতারা উপস্থিত ছিলেন।