ঢাকা, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ

আবু সালে ফাত্তাহ, রাজশাহী | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ ০১:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

রাজশাহীর তানোরে বাস শ্রমিকদের উপর হামলাকারী সিএনজি শ্রমিকদের গ্রেফতার, শাস্তি ও সিএনজি চালানোর নীতিমালা প্রণয়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি মানা না পর্যন্ত অনিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।

বাস শ্রমিকরা জানায় রাজশাহী তানোর রুটে সিএনজি চালানো নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে তাদের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। এরই ধারাবাহিকতায় সোমবার তানোরে সিএনজি শ্রমিকদের হামলা ও মারধরে ঘটনায় ৬ জন বাস শ্রমিক আহত হয়। এর জের ধরে দুপুরের পর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা।

বাস মালিক ও শ্রমিকরা জানান, রাজশাহীতে বিআরটিএর অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে শতাধিক সিএনজি চলাচল করছে। এবিষয়ে বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে একাশিক বার অভিযোগ করা হয়। তবে পুলিশ এনিয়ে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ বাস যাত্রীরা। যাত্রীরা বাস টার্মিনালে এসে বিপাকে পড়ছেন। অনেকেই বিকল্প যানবাহনে তাদের গন্তব্যে যাচ্ছেন।

রাজশাহী পরিবহন মালিক ও শ্রমিকরা জানায়, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্তির প্রক্রিয়া শুরু না হলে তারা বাস চালাবে না। একই সাথে তানোর সহ সকল রুটে সিএনজি চলাচলের সুনিদিষ্ট নীতিমালা চান বাস মালিক ও শ্রমিকরা। তবে এ ব্যাপারে প্রশাসন একেবারে উদাসিন।

দুই পক্ষকে নিয়ে সমঝোতার কোন উদ্যোগ এখনো নিচ্ছে না বলে বাস মালিকরা জানায়। এ ব্যাপারে রাজশাহী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কার্যকরী ভুমিকা নেয়ার আহবান জানানো হয়।