ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

রামাদানকে স্বাগত জানিয়ে সিলেটে তালামীযে ইসলামিয়ার মিছিল

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বুধবার ২২ মার্চ ২০২৩ ১১:৩২:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন



পবিত্র মাহে রামাদানের আগমন উপলক্ষ্যে ২১ মার্চ মঙ্গলবার বাদ আছর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর নগরীতে স্বাগত মিছিল বের করে। মিছিলটি নগরীর সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে সিলেট কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন- রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রামাদান। এ মাস পবিত্র কুরআন নাযিলের মাস। মুসলিম উম্মাহর কাছে এ মাসের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে এই মাসকে কেন্দ্র করে পবিত্র কুরআন শিক্ষার সমারোহ তৈরি হয়। অভিভাবকগণ তাদের সন্তানদের পবিত্র কুরআনের সহীহ-শুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানের জন্য এ মাসটিকেই বেছে নেন। প্রতিবছর মাহে রামাদানে পবিত্র কুরআন শরীফের সহীহ-শুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। রামাদানে স্কুল-মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে কুরআন শিক্ষার সুযোগ সংকোচিত করা হচ্ছে। এর প্রেক্ষিতে এ বছরও কুরআনুল কারীম শিক্ষার জন্য রামাদানে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বক্তারা সরকারের প্রতি আহবান জানান।

সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের’র সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলার সভাপতি কুতুব আল ফরহাদ ও সিলেট পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন ও সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
মিছিল পরবর্তী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর সহ সভাপতি এম. শামছ উদ্দিন, আতিকুল ইসলাম রেদওয়ান, আলী আহমদ চৌধুরী, সিলেট পশ্চিম জেলার সহ সভাপতি রেজাউল করিম, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, পশ্চিম জেলার সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক মাহবুব খাঁন, খালেদ আহমদ, মহানগরীর প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, পশ্চিম জেলার প্রচার সম্পাদক শেখ বিলাল আহমদ, পূর্ব জেলার অফিস সম্পাদক আবু ছায়িদ মো. আশিক ও সহ অফিস সম্পাদক মুহাম্মদ জায়দুর রহমান প্রমুখ।