ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

রায়পুরে ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

এম আর সুমন, রায়পুর | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ১০:৫৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরের রায়পুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটিকেটে ইটভাটায় নেওয়ার অভিযোগে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে উপজেলা চরবংশী ইউনিয়নের সমিতির হাটের বটতলী নামক এলাকায় মন্তাজ ব্রিকসকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।  এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনী ও পুলিশ। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে মন্তাজ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

বায়ান্ন/এসএ