লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ আয়েশা আক্তার (৪০)এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে পৌর শহরের ৩নং ওয়ার্ডের আব্দুর রহমান হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আয়শা একই এলাকার মাদক সম্রাট মনিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই নারীর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার বাড়ির বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আমার তার স্বামী মাদকসম্রাট মমিন পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ