ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

রূপগঞ্জে সুতা তৈরীর কারখানায় অগ্নিকান্ডে ৭০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

সাইদুর রহমান,রূপগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১১:৩৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সূতা তৈরী কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে কারখানাটির কর্তৃপক্ষ দাবি করেছে। 

বুধবার রাত ৭ টায় উপজেলার ভায়েলা এলাকায় ডিএকে টেক্সটাইল নামক এ সূতা তৈরীর কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কারখানাটির ম্যানেজার তরুণ সাহা জানান, রাত ৭ টার দিকে হঠাৎ সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এ সময় মিলের কর্মরত শ্রমিকরা আগুন নিভানোর চেষ্টা করে। কিছুক্ষনের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রন আনে। আগুনে সূতা তৈরীর কাচাঁমাল, তৈরীকৃত বিভিন্ন সূতা ও অন্যান্য স্থাপনাসহ প্রায় ৭০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক মোঃ মাহফুজার রহমান বলেন, উক্ত কারখানায় অগ্নিকান্ডের খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার কাজ চলছে।  

 

বায়ান্ন/এসএ