ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

লাইসেন্সিং কার্যক্রমের উদ্বোধন ও পৌরসভা চত্বর ধুমপান মুক্ত ঘোষণা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : সোমবার ৬ নভেম্বর ২০২৩ ০৭:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাক মুক্ত ঘোষণা করা হবে। এরই অংশ হিসাবে লাইসেন্সিং কার্যক্রমের উদ্বোধন ও চুয়াডাঙ্গা পৌরসভা চত্বর ধুমপান মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (০৬ নভেম্বর) দুপুরে পৌর নির্বাহী কর্মকর্তা এ এম রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভা কার্যালয়কে ধুমপান মুক্ত ঘোষণা করেন পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর আলম মালিক। এছাড়াও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকার আলোকে তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকানে সতন্ত্র লাইসেন্স প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সেসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম ভুইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন এবং এইড ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন বিশ্বাসসহ পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় চুয়াডাঙ্গা পৌরসভার তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকান থেকে অপসারণ ও জব্দকৃত তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন ধ্বংস করেন এবং উক্ত কর্মসূচিতে ঘোষণা করেন-তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে এধরণের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। আরো উপস্থিত ছিলেন পৌরসভার সম্মানিত সকল কাউন্সিলর এবং কর্মকর্তা ও কর্মচারীগণ।