ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

শরণখোলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা(বাগেরহাট) | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৬:৪১:০০ অপরাহ্ন | খেলাধুলা

বাগেরহাটের শরণখোলায় সোনালী অতীত ক্লাবের আয়োজনে ৮ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথী বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর মোস্তফা কামাল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শরণখোলা শাখার সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্ল্যা ইসাহাক আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, বিএনপি নেতা মোল্লা মিজানুর রহমান, এমএ মাসুম, যুব দলের আহবায়ক ইব্রাহিম মোল্লা, সদস্য সচিব আল আমিন খান, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ, যুবদল নেতা ও শরণখোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আবুল বাসার, শরণখোলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী। 

অনুষ্ঠানে ধারাভাষ্যকার ছিলেন সাংবাদিক শামিম হাসান সুজন। উদ্বোধনী খেলায় পশ্চিম রাজৈর যুবসংঘ ১-০ গোলে রায়েন্দা ভাইভাই খেলাঘর কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারী মোহাম্মদ সাহেদ চৌধুরী।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ