সাবেক অর্থ প্রতিমন্ত্রী ফারুক রশীদ চৌধুরী বলেছেন,বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার লক্ষে শিক্ষক শিক্ষিকা অভিভাবক থেকে শুরু করে সর্বস্তরের জনগন সচেতন হয়ে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদেরকে যুগোপযোগী সৃজনশীল মানষিকতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। শুধু পাশ করলে হবে না গুণগত ও নীতিগত শিক্ষা অর্জন করে আগামী দিনের যেকোন চ্যালেঞ্জ মোকাবলায় ভূমিকা রাখার মত করে গড়ে তুলার জন্য সকলকে কাজ করার জন্য আহবান জানান তিনি। বুধবার (১৮ জানুয়ারী) দুপুর ১২ টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব মিতালী তালুকদার ও উদ্যোক্তা রাজা আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান,আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী জেবা রশীদ চৌধুরী,সায়ান রশীদ চৌধুরী,হাসান ফারুক রশীদ চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন,উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান,দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবাব মিয়া, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম,আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল হক,আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহিম,সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিস উদ্দিন,আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনু রঞ্জন মজুমদার,হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবা রানী পাল, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু খালেদ চৌধুরী, ইউপি সদস্য ললিত মোহন দাশ সহ প্রমুখ।
অপরদিকে সকাল ১১ টায় আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সমাজসেবক মাষ্টার রুহেল আহমদ চৌধুরীর পরিচালনায় দরগাপাশা আবদূর রশীদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রশীদের পুত্র সাবেক অর্থ প্রতিমন্ত্রী ফারুক আহমদ চৌধুরী, মেয়ে জবা রশীদ চৌধুরী, নাতি সায়াদ রশীদ চৌধুরী, হাসান ফারুক রশীদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া,সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরী হীরা, শিক্ষানুরাগী শিহাব চৌধুরী, সেলাল আহমদ, সাজিদ চৌঃ এওর, চিকন আহমদ চৌধুরী, আবাব মিয়া,রিকছন আহমদ, মাহিন চৌধুরী
সহ প্রমুখ।