ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে আবদুস সামাদ আজাদের জন্মশতবার্ষিকী পালন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : শনিবার ১৫ জানুয়ারী ২০২২ ০৭:০০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলায় প্রয়াত পররাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আবদুস সামাদ আজাদের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজারের কলেজ মার্কেট প্রাঙ্গনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলম টিপুর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক নজরুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল হেকিম। বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবাব মিয়া, আওয়ামীলীগ নেতা হানিফ মিয়া, আমজদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনোজ ভট্টাচার্য, যুবলীগ নেতা সুদীপ দাশ, মঈন উদ্দিন, শিব্বির আলম, উপজেলা সৈনিক লীগের সভাপতি মানিক মিয়া ও ফখর মিয়া প্রমুখ।

 

এসময় উপস্থিত নেতা-কর্মীরা প্রবীণ পার্লামেন্টারিয়ান, প্রয়াত আবদুস সামাদ আজাদের রুহের মাগফিরাত কামনা করেন।