ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে জমিয়তের ইফতার মহাফিল সম্পন্ন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ : | প্রকাশের সময় : শনিবার ৩০ মার্চ ২০২৪ ০২:১৬:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। 
 
শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার পাগলা বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাও. শায়েখ হোসাইন আহমদ'র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাও. কবীর আহমদ খান ও যুব জমিয়তের সভাপতি আবদুর রহমান জামীর যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি শায়েখ আব্দুস শহীদ।
 
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দীন, জমিয়তে উলামায়ে ইসলাম, 
সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ তালহা আলম, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সুহেল মিয়া, উপজেলা জামাতে ইসালামির আমীর হাফিজ আবু খালেদ, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি এম আব্দুল হাফিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও. ছমির উদ্দিন সালেহ, খেলাফত মজলিস বাংলাদেশের সভাপতি সম্পাদক মাও. নুরুল ঈমান  জেলা ছাত্র জমিয়তের সভাপতি এম শাহীনুর রহমান, মাও. খলিলুর রহমান,মাও.ছালিক আহমদ,উপজেলা যুবলদ নেতা শহীদুল ইসলাম, দরগাপাশা যুবদলের সভাপতি সালিক আহমদ সহ প্রমূখ।