ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে বঙ্গবন্ধুর ম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

কাজী জমিরুল ইসলাম মমতাজ,সুনামগঞ্জ | প্রকাশের সময় : শুক্রবার ১৭ মার্চ ২০২৩ ০৮:২৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
 
 
“স্মাট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনামন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ, থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিস, এলজিইডি, আব্দুল মজিদ কলেজসহ বিভিন্ন এনজিও সংস্থা।
 
শ্রদ্ধা নিবেদন পরবর্তীতে অলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাজী তহুর আলী, কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ তারিক জামিল অপু , শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সহ প্রমুখ৷