ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থপনা কিমিটির সভা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০৯:০০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার দুপুরে  জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের হল রুমে জয়কলস ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুল ইসলাম ছিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটর মোঃ শামছুল আলম, শান্তিগঞ্জ পঃ পঃ কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, জয়কলস উজানীগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থপনা কিমিটির সদস্য সচিব ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সুমিত্রা রাণী চৌধুরী,  ইউপি সদস্য ছইফুজ্জামান, মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ আলী নিশা, পরিবারবকল্যাণ সহকারী ফাতেমা আক্তার, নিভা রাণী তালুকদার প্রমূখ। 

 

সভার পূর্বে জয়কলস ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজনকে জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থপনা কিমিটির ব্যক্তিবর্গ ফুল দিয়ে তাকে বরণ করেনেন।