ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৪:৫১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
 
 
আমরা দূর আকাশের নেশায় মাতাল/ ঘরভোলাদের মতো / বকুল বনের গন্ধে আকুল/ মৌমাছিদের মতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালজয়ী এ গানের কথাকলিকে বুকে ধারণ করে মনের আরেকটু প্রশান্তি বাড়াতে অজানাকে জানতে বার্ষিক আনন্দ ভ্রমন করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 
 
বৃহস্পতিবার সকাল ৮টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শান্তিগঞ্জ বাজার থেকে কোম্পানিঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় আনন্দ ভ্রমনের উদ্দেশ্য রওয়ানা করেন তারা। পরে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, ভ্রমন, আনন্দ উল্লাসে অংশগ্রহণ শান্তিগঞ্জ উপজেলার সাংবাদিকবৃন্দ। 
 
আনন্দ ভ্রমনে অংশ নিয়েছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সহ-সভাপতি এম এ কাসেম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কার্যনির্বাহী সদস্য  এইচ এম মোশাহিদ আহমদ, এম এ কাশেম চৌধুরী, সালেহ আহমদ হৃদয়, জামিউল ইসলাম তুরান, গণমাধ্যমকর্মী নাহিদ আহমদ, নোহান আরেফিন নেওয়াজ ও ফখরুল আহমদ ফাহিম।